|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাউজান সাহিত্য পরিষদের আনন্দ ভ্রমণ সম্পন্ন
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২৩
যীশু সেন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
যান্ত্রিক জীবনের কোলাহল আর শত কর্মব্যস্ততায় কিছুটা হলেও ক্লান্ত মনকে প্রশান্তি দিতে নৈসর্গিক সৌন্দর্য বিধৌত
প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি বান্দরবানের চিরসবুজের দর্শনীয় স্থানে আনন্দ ভ্রমনে মেতে উঠেছিল রাউজানের
একঝাঁক সাহিত্য প্রেমী। গত ৪ মার্চ শনিবার চট্টগ্রামের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদের আয়োজনে অংশ নেন রাউজানের লেখক, সাংবাদিক, শিক্ষক, এডভোকেট, সংস্কৃতি কর্মী, সংগঠক, শিল্পী ও বিশিষ্ট জনেরা। আনন্দ আয়োজনে সাহিত্য আড্ডা, সাংস্কৃতিক পর্ব,গান, নৃত্য, আবৃত্তি, বক্তৃতা, অভিনয়, মুখাভিনয়, লটারি ড্র ও পুরস্কার বিতরণসহ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আনন্দ ভ্রমন।
রাউজান সাহিত্য পরিষদের আনন্দ ভ্রমণের আহ্বায়ক মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব কাজী মোহাম্মদ শাহাবুদ্দিন এর সঞ্চালনায় স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন ইমন ও সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানা
। সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠানে অংশ নেন
প্রধান শিক্ষক মোঃ জানে আলম, প্রধান শিক্ষক বিলাস কান্তি দাস, প্রধান শিক্ষক তপন কুমার দত্ত, প্রধান শিক্ষক কনক দাশ গুপ্ত, প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নুর নবী,সাপ্তাহিক গণঅধিকারের প্রধান সম্পাদক আবু মনসুর, প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দীন, এড. রোকনুল ইসলাম, ব্যাংকার ও লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন, শিক্ষক সৈয়দ মাওলানা আব্দুল্লাহ রশিদী, সাংবাদিক এম কামাল উদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আলাউদ্দিন, সংগঠক যীশু সেন, শিক্ষক কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন আব্দুল হামিদ, রাউজান টাইমস প্রতিবেদক সোহেল রানা।
সকাল ১০ টায় বান্দরবান পৌঁছার পর নীলাচল, মেঘলা ও শৈল প্রপাত ঝর্ণাসহ পাহাড়ি জনপদের সৌন্দর্য উপভোগ করেন ভ্রমনে অংশগ্রগণকারীরা। দুপুরে খাবারের পর গল্প, আড্ডার ফাঁকে ফাঁকে সেলফি স্টাইলে ছবি ও ফটোসেশান নিয়ে ব্যস্ত ছিল।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.