|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২৩
নওগাঁ আজ সোমবার ০৬ মার্চ ২০২৩ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও ইউএনও মহোদয়ের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: রুবেল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ধামইরহাট বাজার এলাকায় মুরগীর বাজার, ভ্যারাইটিজ স্টোর ও খাবার হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার বিরোধী কার্যের অপরাধে ০৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৭,০০০/-(সতেরো হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উক্ত অভিযানে ধামইরহাট থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগিতা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.