|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে চুরির অপবাদে যুবক খুনের ঘটনায় একজন গ্রেফতার-DBO-News
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২৩
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেল চোর অপবাদ দিয়ে রাব্বি (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে অবশেষে কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু হওয়ার পর ঐ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নিহত রাব্বির পিতা মির্জালী বাদী হয়ে কুলিয়ারচর পৌর এলাকার পূর্বগাইলকাটা গ্রামের সিদ্দিকুর রহমান সেতু (সাবেক কমিশনার) এর ছেলে সারোয়ার আলম ওরুফে সারু (৪৮) ও কুলিয়ারচর বাজার এলাকার ধনু কসাইয়ের ছেলে এমরান (৪০) সহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩/৪ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩। মামলা রুজু হওয়ার ২ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ওই দিন গভীর রাতেই ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কুলিয়ারচর বাজার এলাকা থেকে মামলার এজাহার নামীয় ৩ নম্বর আসামি এমরান (৪০) কে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য গত ৪ মার্চ শনিবার দিবাগত রাত ১২টার কিছু পরে কুলিয়ারচর পৌর ভূমি অফিসের সামনে মোটরসাইকেল চুরির অপবাদ দিয়ে কয়েকজন যুবক রাব্বি মিয়াকে পৌর ভূমি অফিসের সামনে নির্মমভাবে মারধোর করে। জীবন বাঁচাতে ওই যুবক দৌড়ে পালানোর চেষ্ঠা করলে সাবরেজিস্টার অফিসের সামনে রাস্তায় পরে জ্ঞান হারিয়ে ফেললে ২/৩ জন লোক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে সেখানে রেখেই পালিয়ে যায়।
পরে কুলিয়ারচর থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে শনিবার দুপুরে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন। নিহত রাব্বি পর্শ্ববর্তী বাজিতপুর উপজেলার দীঘিরপাড় পূর্বহাটি গ্রামের অটোরিকশা চালক মির্জালীর পুত্র।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহার নামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.