|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাভারে বাজারে অভিযান, মাছ ব্যবসায়ীকে জরিমানা-DBO-News
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৩
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারের আশুলিয়ার একটি বাজারে অভিযান পরিচালনা করে জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণের দায়ে মাছ ব্যবসায়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ৫ মার্চ সকাল ১১ টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন।
তিনি বলেন, আজ সকালে ওই বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাছ ব্যবসায়ী মোঃ দীপু মিয়াকে জাটকা ইলিশ পরিবহন ও সংরক্ষণ এর দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান আমরা নিয়মিত পরিচালনা করবো। কেউ যেন অন্যায়ভাবে দ্রব্য মূল্য বাড়িয়ে পণ্য বিক্রি করতে না পারে এসব বিষয় মাথায় রেখে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে সহায়তায় আশুলিয়া থানার পুলিশ সদস্যসহ উর্ধ্বতন কতৃপক্ষ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.