চমকে চমকে শঙ্কর ধমকে জাগিল অগ্নিগিরি, গহন গগনে নীরদ আসিয়া স্থাপিল রাঙা সিঁড়ি।
ডমরু বাজায়ে ত্রিশূল উঁচিয়ে হুঙ্কার ছাড়ি বলে, বর্ষণে ভাসাবো পবিত্র করিবো স্বর্গের শুদ্ধ জলে।
তপন জাগিয়া ডাকিয়া বলিল শোনগো ধরা মাই, ধরনী আজিকে ভরিল পাপেতে ভুলের ক্ষমা নাই।
লালসা কামুকে মানুষ হৃদয় দেখিনু পূর্ণ আজে, তাহার লগিয়া কাঁদিয়া কাঁদিয়া অবলা মরে লাজে!
অন্তর যাতনা মলিন বদনা প্রকৃতি কেঁদে কয়, ভেবোনা তোমরা একদিন দেখো সত্যের হবে জয়।
লেখকশ্রী পবিত্র কুমার চক্রবর্তী