|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মীরসরাইয়ে আন্তর্জাতিক কবিতা উৎসব অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৩
কমল পাটোয়ারি,মীরসরাই প্রতিনিধিঃ
“কবিতাই জন্মান্তরের সত্য ও সুন্দর” এই স্লোগানকে ধারণ করে চট্টগ্রামের মীরসরাইয়ে পাক্ষিক খবরিকা ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে ৪ ফেব্রুয়ারি, শনিবার দিনব্যাপী কবিতা উৎসবের আয়োজন করা হয়। কবি রাজিব মজুমদার, প্রতাপ বণিক ও পুসকিন চৌধুরীর যৌথ সঞ্চালনায় এবং পাক্ষিক খবরিকার সম্পাদক মাহবুব পলাশের শুভেচ্ছা বক্তব্য প্রদানের মধ্যদিয়ে, খবরিকার প্রধান সম্পাদক আবদুল আলীম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, প্রখ্যাত নাট্যভিনেতা আজিজুল হাকিম ও তার সহধর্মীনি কবি ও নাট্যকার জিনাত হাকিম। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য ডা. ইসমাইল খাঁন। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহাকবি কাইয়ুম নিজামী, নাট্যজন ও সাংবাদিক প্রদীপ দেওয়ানজী, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক হিমেল চৌধুরী, মীরসরাই পৌরসভার মেয়র আলহাজ¦ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুল ইসলাম, কবি ও লেখিকা মেহেরুন্নেছা রোজী, আবৃত্তি শিল্পী এহতেশামুল হক, রবীন্দ্র সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন সাথী, মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, মীরসরাই পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল। স্বাগত বক্তব্য প্রদান করেন গীতিকবি শাখাওয়াত উল্লাহ রিপন, অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের বিশিষ্ট কথাশিল্পী ও সঞ্চালিকা কথাকলি সোমা, বাচিক শিল্পী সূর্যোদয়, সংগীত শিল্পী তুষার দে। অনুষ্ঠানে দেশ-বিদেশের ৫ শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবৃত্তি, কথামালা ও সংগীত পরিবেশীত হয় এবং আগত অতিথিবৃন্দ ও কবি সাহিত্যিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.