|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর মহাদেবপুর চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি-DBO-News
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৩
নওগাঁর মহাদেবপুর উপজেলার চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাদের সাথে অশালীন আচরণ, যৌন নিপীড়ন, যৌন উত্তেজক কথা বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে কু-রুচিপূর্ণ বার্তা লেখা এবং একজন জৈষ্ঠ্য শিক্ষিকাকে কুপ্রস্তাব দেয়ার প্রতিবাদে প্রধান শিক্ষক আলতাফ হোসাইনের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
রোববার (৫ মার্চ) সকালে ওই বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, গ্রামবাসী ও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নবীন উদ্দিন, রবিউল আওয়াল, রাসেল উদ্দিন মন্ডল, শহিদুল ইসলাম, হামিদুর রহমান, এমদাদুল হক, আব্দুস সাত্তার, ম্যানেজিং কমিটির সহ সভাপতি রোকসানা খাতুন, সহকারি শিক্ষিকা রওশন আরা, রাবেয়া সুলতানা, সহকারি শিক্ষক হায়দার আলী প্রমুখ।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক আলতাব হোসেন জানান, অভিযোগটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাকে ফাঁসানোর জন্য এ অভিযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
মহাদেবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তপূর্বক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, ওই প্রধান শিক্ষক আলতাফ হোসাইনের বিরুদ্ধে যৌন নিপীড়নসহ বিভিন্ন অভিযোগ এনে সহকারি শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকগন বাদী গত ৫ ফেব্রুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।
উজ্জ্বল কুমার সরকার ফোন০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ৫/৩/২৩
নওগাঁ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.