|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
অবৈধ গ্যাস সংযোগ বন্ধ না করলে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৩
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারসহ ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়া বন্ধ না করলে সেই সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লাহ।
রবিবার ৫ মার্চ দুপুরে সাভারের জালেশ্বর এলাকায় বিভিন্ন পোশাক কারখানার মালিক ও বাড়িওয়ালাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওয়াই এম সি এ ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর ডিভিশন ও সাভার আঞ্চলিক বিপণন বিভাগ এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি আরো বলেন, যেসব এলাকায় এখনো যারা অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে তাদেরকে খুঁজে বের করে কঠিন বিচারের মুখোমুখি করা হবে। তিতাস গ্যাস অফিসের কোন কর্মকর্তা কর্মচারী বা ঠিকাদার যদি অবৈধ গ্যাস সংযোগে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেসব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বন্ধ হচ্ছে না সে সব এলাকায় খুব শীঘ্রই গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। অবৈধ গ্যাস সংযোগের কারণে বিভিন্ন এলাকায় গ্যাসের প্রেসার কমে গেছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় এসময় তিতাসের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.