|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
হযরত ফাতেমাতুজ জাহরা (রাঃ) মহিলা ক্বওমী মাদরাসায় ভর্তি চলছে
প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২৩
ভোলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহনের হাজী দুলাল সাহেবের বাড়ীর সামনে, হাজী লোকমান মেম্বার এর বাসায় পৌর ০৭ নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত ফাতেমাতুজ জাহরা (রাঃ) মহিলা ক্বওমী মাদরাসায় ভর্তি চলছে।
মাদরাসাটির বিভাগ সমূহ:-
১.নূরানী প্লে থেকে তৃতীয় শেণি পর্যন্ত।
২.আন্তর্জাতিক মানের নাজেরা ও হিফজুল কোরআন শাখা।
৩.কিতাব বিভাগ উর্দ্দু খানা থেকে কুদুরী জামাত পর্যন্ত।
মাদরাসার বৈশিষ্ট্য সমূহঃ-
১. দারুল উলুম দেওবন্দের আলোকে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড পাঠ্যসূচি অনুসারে যুগোপযোগী শিক্ষা কারিকুলামে পরিচালিত।
২. হাক্কানী উলামায়ে কেরাম দ্বারা পরিচালিত।
৩.উন্নত পরিবেশে থাকা-খাওয়া ও খেলাধুলার সু-ব্যবস্থা।
৪.শরীয় পর্দার মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান।
৫.প্রত্যেক শেণিতে স্বল্প সময়ে অক্ষরজ্ঞান থেকে শুরু করে সম্পূর্ন কুরআন শরীফ বিশুদ্ধভাবে পাঠদান।
৬.আবাসিক শিক্ষিকার নিয়ন্ত্রণে ছাত্রীদের দৈনিক পাঠ শিখানোর ব্যবস্থা।
৭.শিক্ষার পাশাপাশি আদব-আখলাক ও সৎ চরিত্র গঠনের ব্যবস্থা।
৮. ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।
৯.বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বাংলাদেশ ক্বওমী মাদরাসা শিক্ষা বোর্ড) এর অধীনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা।
১০. লেখাপড়ার উন্নতির জন্য মাসিক টেস্ট ও বাৎসরিক তিনটি পরীক্ষা ব্যবস্থা।
১১.বয়স্ক ও স্কুল পড়ুয়া মেয়েদের জন্য কুরআন শিক্ষা সহ বিশেষ ক্লাসের ব্যবস্থা।
১২.ছাত্রীদের আমল আখলাকের উন্নয়নের জন্য নিয়মিত তারবিয়াতি জলসা।
১৩.সকল বিভাগে অভিজ্ঞ হাফেজ দ্বারা মশকো করা হয়।
পরিচালক ও মুহ্তামীম মাওঃ মোঃ ফরিদ উদ্দিন বলেন, সকল মুসলিম নর নারী প্রতি দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ তাই আমাদেরকে ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.