|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর আলোর পথে আইটি সেন্টারের উদ্বোধন করলেন শ্রীশিবনাথ মিশ্র-DBO-News
প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২৩
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুরে ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণের একটি নতুন প্রতিষ্ঠান ''আলোর পথে'' আইটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার ১ মার্চ দুপুরে উপজেলার ধনজইল এলাকায় ফিতে কেটে এর উদ্বোধন করেন চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে ইউপি চেয়ারম্যান সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন, ঐ ট্রেনিং সেন্টারের পরিচালক মাসুদ রানা, ইউপি সচিব অসিত কুমার বর্মন, সাংবাদিক গৌতম কুমার মহন্ত, সাংবাদিক এস এ উজ্জল হোসেন, কৃষকলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সরকার,সাংবাদিক জিএম মিঠুন, শিক্ষার্থী আমির হামজা,অঞ্চল কুমার,লক্ষ্মী রানী, অসিম মুন্ডা, মুক্তি হরো, মুনি হরো, হেমন্ত পাহান, মুরাদ হোসেন, আফসানা মিমি, পার্থ দেবনাথ প্রমুখ।
শেষে চার মাসব্যাপি প্রশিক্ষণ কোর্স শুরু করা হয়। এতে ১৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.