|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দুমকিতে কোমলমতি শিশুদেরকে নিয়া বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২৩
মোঃ সিফাত হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউণ্ডেশন দুমকি উপজেলা শাখার অধীনে প্রাক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্র কর্তৃক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে মধ্য জলিশা আল মদিনা মসজিদ মক্তবের, তালুকদার বাড়ী জামে মসজিদ মক্তবের ও হাসান মিরা বাড়ি মক্তবের প্রায় শতাধিক কচিকাঁচা ছোট্ট ছোট্ট সোনামণিরা অংশগ্রহণ করে।
শনিবার(৪ মার্চ) দিনব্যাপী জলিশা তালুকদার ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জলিশা তালুকদার ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি সৈয়দ মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্গারিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ বাদল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. মশিউর রহমান শহিদ, সৈয়দ আতিকুল ইসলাম,সৈয়দ শাহীন, সৈয়দ বশির, মো. সুমন মৃধা সহ এলাকার সাধারন দর্শক উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জলিশা তালুকদার ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নুরুজ্জামান। এ সময় ছোট্ট সোনামণিরা দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, হাঁড়ি ভাঙ্গা, আবৃত্তি, একক অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়.
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.