|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুদি দোকানী আহত
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২৩
মিরু হাসান
বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জুয়েল মিয়া (২৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড় ৭টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার অনন্তবালা এলাকায় ওই ঘটনা ঘটে।
আহত জুয়েল মিয়া ওই এলাকার বাবলু প্রামাণিকের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার।
এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মুঞ্জুরুল আলম।
এই ঘটনার পরপরই এলাকার লোকজন ও পরিবার তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য হাসতাপালে নিয়ে যায় ও পরে সেখান থেকে তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
এদিকে আহত ব্যক্তির চাচা আনিছুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭ টার সময় অনন্তবালা এলাকায় আগের কোন এক ঘটনাকে কেন্দ্র ওই এলাকার ছেলে মো. ইউসুফ চাকু মারে এবং লাঠি দিয়ে মারতে শুরু করে পলাশ,
তুহিন ও সাজু নামের দুর্বৃত্তরা। এসময় জুয়েলের মোবাইল ফোনসহ নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
শিবগঞ্জ থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও থানায় আহতদের পরিবার কোন লিখিত অভিযোগ করেনি। এদিকে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের অভিযানে নেমেছে পুলিশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.