উজ্জ্বল কুমার নওগাঁঃ
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নওগাঁর পত্নীতলা ও আত্রাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টা ও সাড়ে ১১টার দিকে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর গ্রামের মৃত দীলবরের ছেলে ট্রাকচালক আমির হোসেন (৭০) ও পত্নীতলা উপজেলার আকবরপুর গ্রামের মোটরসাইকেল আরোহী তুহিন হোসেন (৩০)।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান রহমান বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিমেন্টবোঝাই ট্রাকটি আত্রাই উপজেলার বান্দায়খাঁড়া বাজারে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেলকে চাপা দিয়ে বাজারের দোকানের সেডে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা ট্রাকের সামনের অংশ কেটে চালক আমির হোসেনকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ট্রাকটি সিমেন্ট নিয়ে কোথায় যাচ্ছিল তা জানার চেষ্টা চলছে।
অপরদিকে, জেলার পত্নীতলা উপজেলায় ট্রলির সঙ্গে ধাক্কা লেগে তুহিন হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে পত্নীতলা-দেবর দীঘি সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। তার বাড়ি উপজেলার আকবরপুর গ্রামে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উজ্জ্বল কুমার সরকার ফোন০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ২/৩/২৩
নওগাঁ।