|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জাতীয় পতাকা দিবস আজ- সিরাজুল হক মুনীর
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২৩
"সবুজের বুকে লাল,সূর্যটা ঝলমল উচ্ছল প্রাণের বন্যা/আমার সোনার দেশ রূপালী নদীর দেশ সাগর সোহাগী রাজকন্যা। "- সত্যিই আমাদের পতাকাটি হৃদয় মাঝে এক অদ্ভুত অনুরণন সৃষ্টি করে।
আজ মার্চ মাসের ২ তারিখ।জাতীয় পতাকা দিবস।। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ভিপি আসম আব্দুর রব প্রথম এই পতাকা উত্তোলন করেন। তারপর থেকে প্রতিবছর এই দিনটি জাতীয় পতাকা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
সবুজের বুকে লাল ,সেতো উড়বেই চিরকাল। এই পতাকা চিরকাল উড়তেই থাকবে। কোনো শুকুনের দৃষ্টিতে পতপত করে উড়তে থাকা এই পতাকার ওড়া কখনোই থেমে যাবেনা।
সুর্য যেমন লাল তেমন সবুজ আমার দেশের মাটি,লাল সবুজের নিশানটি তাই আমার কাছে খাঁটি। আসলেই পতাকার দিকে তাকালে কেমন যেন দেশাত্মবোধটা বেড়ে যায় আপনা আপনি।
এই পতাকা, এই দেশ,এই দেশের মাটি, মানুষ আর প্রকৃতি প্রাণের চেয়েও প্রিয়। মন যেন আপন মনেই গেয়ে ওঠে,
"ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
সে যে স্বপ্ন দিয়ে তৈরী সে যে স্মৃতি দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভুমি।"
কিছু বিপথগামী, স্বার্থবাদী মানুষের জন্যে এই দেশ,এই মাটি আর মানুষকে যারা অবজ্ঞা করে তারা সত্যিকার অর্থে বড়ই অকৃতজ্ঞ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.