সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আব্দুল আহাদ। নওগাঁর জেলার সাপাহার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের পত্রিকা বিক্রেতা আব্দুল আলিম ও ময়না খাতুন দম্পত্তির ছেলে।
২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে ট্যালেন্টপুলে বৃত্তি পায় আহাদ।উপজেলা সদরের জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
আব্দুল আহাদ বর্তমানে উপজেলার আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে।
আহাদের সাথে কথা হলে সে বলে ” বাবা আব্দুল আলিম পেশায় পত্রিকা বিক্রেতা (হকার), মা ময়না খাতুন একজন গৃহিনী। তারা কস্ট করে আমার লেখা পড়ার খরচ যোগান দিয়েছে। কিন্তু কখনো আমার বাবা-মা আমাকে কষ্ট বুঝতে দেয়নি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে লেখা পড়ায় মনোনিবেশ করেছি। যার ফল স্বরূপ আমি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি। ভবিষ্যতে আমি চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই ।”
প্রত্যাশিত ফলাফল অর্জন করায় তার শিক্ষক, শুভাকাঙ্খি ও শুভ্যানুধায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দোয়া চেয়েছেন আহাদ ও তার বাবা-মা।
রতন মালাকার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : ০১৭৫০৫৭৮৬৩৮
০২/০৩/২৩