|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১ মার্চ, ২০২৩
নওগাঁ প্রতিনিধিঃ
“স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁতেও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হচ্ছে। গত ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সেবাসপ্তাহ আগামী ২ মার্চ শেষ হবে।
সেবা-সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার নওগাঁর রাণীনগরের মালতিপুকুরে আমিন হাসান এগ্রো লিমিটেড প্রাঙ্গনে দিনব্যাপী এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ও আমিন হাসান এগ্রো লিমিটেডের প্রোপ্রাইটর আব্দুল মান্নানের আয়োজনে মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দীন।
আরো উপস্থিত ছিলেন, জেলা ট্রেনিং অফিসার ডাঃ সুশান্ত দাস, নওগাঁ ডেইরী এ্যাসোসিয়েশনের সভাপতি সাজেদুল ইসলাম খাঁন, সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য মোছাঃ আম্বিয়া আক্তার, জেলা পোল্ট্রি এ্যাসোসিয়েশনের সভাপতি ওয়ালিউর রহমান প্রমুখগন।
ক্যাম্পেইনে অত্র এলাকার শতাধিক খামারীরা গবাদিপশু সহ অংশগ্রহণ করেন। এছাড়াও ক্যাম্পেইনে বিনামূল্যে গবাদি পশুর চিকিৎসা সহ কৃমিনাশক, ভিটামিন ও বিভিন্ন প্রকারের এনজাইমেটিক ওষুধ বিতরণ করা হয় সহ বিনামূল্যে কৃত্রিম প্রজনন ও ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা হয়।
উজ্জ্বল কুমার সরকার
ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ --
নওগাঁ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.