|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দুমকিতে জাতীয় বীমা দিবসে আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ১ মার্চ, ২০২৩
মোঃ সিফাত হোসেন,পটুয়াখালী প্রতিনিধি ঃ
জাতীয় বীমা দিবস’২০২৩ উদ্যাপন উপলক্ষে দুমকি উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। উপজলায় কর্মরত ফারইষ্ট ইসলামী লাইফ, হোমল্যান্ড লাইফ, ডেল্টা’র গ্রামীণ ও গণ-বীমা, ন্যাশনাল লাইফ’র জনবীমাসহ ৪টি বীমা কোম্পানীর কর্মী-কর্মকর্তাগন এতে অংশগ্রহন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি ও আংগারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন্নাহার ইয়াসমিন, সরকারী জনতা কলেজের অধ্যক্ষ মোঃ লতিফুর রহমান এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দুমকি উপজেলার সভাপতি ও জাতীয় বীমা দিবস উদ্যাপনের উপজেলা প্রধান সমন্বয়কারী এম আমির হোসাইন।
সভায় বীমার সুবিধা নিয়ে বক্তব্য রাখেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স’র জনবীমা’র পটুয়াখালী জোনের আর আই জামাল হোসেন মৃধা, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দুমকি সাংগঠনিক অফিসের ব্রাঞ্চ কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস, হোমল্যাল্ড লাইফ’র এএম মোঃ ইলিয়াস খন্দকার, জনবীমা’র বিএম মোঃ আনোয়ার হোসেন, গ্রামীণ ও গণ-বীমা বিএম (পশ্চিম) মোঃ নুরুল হক ও (পূর্ব) মোঃ শহিদুল ইসলাম। এছাড়া পৃথক ব্যানারে বিভিন্ন কোম্পানীর র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.