|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুক্তাগাছায় গ্রাম পুলিশসহ ১৫ জন গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
বাবুল হোসেন মুক্তাগাছা ময়মনসিংহ (প্রতিনিধি):
আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা বানারপাড় এলাকা থেকে একজন গ্রাম পুলিশসহ ১৫ জন জুয়াড়িকে গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামাল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আজ/গতকাল ভোর রাতে রসুলপুর এলাকার জয়েনশাহী মাজারের বিপরীত পাশে জনৈক আব্দুল মান্নান এর বাড়ির পিছন থেকে ধৃত আসামিদের গ্রেফতার করে। সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিরা টাকার বিনিময়ে তাস এর মাধ্যমে জুয়াড় মতো অসামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। এ ব্যাপারে মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার মহোদয় মুক্তাগাছাকে নেশা ও জুয়াড় মতো সামাজিক অপরাধমূলক কর্মকান্ড থেকে মুক্ত রাখার জন্য 'জিহাদ' তথা 'জিরো ট্রলারেন্স' ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় মুক্তাগাছা থানা পুলিশ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন, নেশা ও জুয়াড় মতো অপরাধ শুধুমাত্র পরিবার সদস্য নয়, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও নেতিবাচক প্রভাব বিস্তার করে। গ্রাম পুলিশ মজনু'র ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান বলেন, কেউ আইনের উর্ধে নয়, সরকারি বিধি মোতাবেক গ্রাম পুলিশ মজনু'র বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ জারি করা হবে।
গ্রেফতারকৃত আসামিরা হলোঃ
১। মোঃ মজনু (৪৪) ২। মো: ফজলুল হক (৩৮), উভয় পিতা-মৃত আক্কাছ আলী, মাতা-আমেনা খাতুন,৩। মোঃ আঃ রশিদ (৫৮), পিতা-মৃত কলিম উদ্দিন, মাতা-মৃত জয়তন,৪। মোঃ লুৎফর রহমান (৪৫), পিতা-হযরত আলী, মাতা-মৃত-হাবিয়া খাতুন, ৫। মোঃ খাইরুল ইসলাম (৩২), পিতা-মৃত-নুরুল ইসলাম, মাতা-মোছা গুলজান, ৬। মোঃ আলমগীর (২৬), মোঃ মাজহার আলী, মাতা-মোছাঃ জাহানারা খাতুন, ৭। মোঃ শরিফুল ইসলাম (২৮), পিতা মৃত-শহিদুল্লাহ, মাতা-মোছাঃ ফরিদা খাতুন,
৮। মোঃ রুহুল আমীন (২৯), পিতা-মৃত আঃ কদ্দুছ, মাতা-মোছাঃ সালেহা বেগম, ৯। মোঃ তোফাজ্জল হোসেন (৪৫), পিতা-মৃত নছর উদ্দিন, মাতা-মোছাঃ হাসনা ভানু, ১০। মোঃ হীরা মিয়া (৫২), পিতা-মৃত- আহম্মাদ আলী, মাতা-মৃত মাজেদা খাতুন, ১১। মোঃ শাহজাহান মিয়া (৪৫), পিতা-মৃত চাঁন মিয়া, মাতা-মৃত সাহেরা খাতুন,১২। মোঃ উসমান গনি (৩৫), পিতা-মোঃ আলী আকবর মুন্সী, মাতা-মৃত জহুরা খাতুন, সর্ব সাং- মহিষতারা, ১৩। মোঃ নজরুল ইসলাম (৩২), পিতা- মোঃ নরুল ইসলাম, মাতা-মোছাঃ আয়না খাতুন, ১৪। মোঃ হরমুজ আলী (২৫), পিতা-মোঃ হছেন আলী, মাতা- মৃত মালেখা খাতুন, উভয় সাং-রঘুনাথপুর, ১৫। মোঃ বিল্লাল হোসেন, পিতা-মৃত সাহেব আলী, মাতা-মোছাঃ ফয়জান, সাং-পারুলীতলা সর্ব থানা-মুক্তাগাছা, সর্ব জেলা-ময়মনসিংহ।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে বিচারের নিমিত্তে মুক্তাগাছা থানার ননএফআইআর প্রসিকিউশন নং - ৪৪ তাং ২৮.০২.২০২৩ ইং ধারা - প্রকাশ্য জুয়া আইন ৪ এ প্রেরণ করা হয়।
এসআই কামাল হোসেন এর নেতৃত্বে যৌথ অভিযানে এসআই শাশ্বত দত্ত চৌধুরী, এসআই শামছুজ্জামান, এসআই আবুল কাশেম শেখ, এএসআই ইকরাম হোসেনসহ সংগীয় ফোর্স অংশগ্রহণ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.