|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জে মিঠামইন নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেছেন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ সেনানিবাস উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি সেনানিবাস এলাকায় একটি গাছের চারা রোপণ করেন।
সেনানিবাস উদ্বোধন শেষে রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গীদের নিয়ে, উপজেলা সদরের কামালপুর গ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে দুপুরে এক মধ্যাহভোজে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীকে বরণ করতে সেখানে অপেক্ষায় থাকবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এরপর বিকেল ৩ টায় স্থানীয় হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য প্রধান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
এর আগে বেলা ১১টায় হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছান।
উল্লেখ যে, নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসটি ২৭৫ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে।
দীর্ঘ ২৫ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন আসলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরকে কেন্দ্র করে হাওড়ে উৎসমুখর পরিবেশ বিরাজ করছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.