|| ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
দুমকিতে মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
মোঃ সিফাত হোসেন,
পটুয়াখালী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় একযোগে মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠাতা বার্ষিকীর অংশ হিসেবে পটুয়াখালীর দুমকিতে আলোচনা র্যালী, আলোচনা সভা ও কেক কেটে দিনটি পালিত হয়েছে।
২৭ফেব্রুয়ারি(সোমবার) বিকেল চারটায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামীলিগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা (হেলেন) এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, সহ-সভাপতি মাও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী মৃধা, দপ্তর সম্পাদক অধ্যাপক মাঈনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল হক রাজন, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আজাহার আলী মৃধা, মহিলা আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস। এসময় উপজেলার ৫টি ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে এক বনার্ঢ্য র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। সভা শেষে কেক কেকাটার মাধ্যমে শেষ হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.