|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
"স্মার্ট লাইভ স্টক,স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায়, কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ নজরুল ইসলাম এবং কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা।
পরে অতিথি বৃন্দ উপজেলার বিভিন্ন খামারী গনের গৃহপালিত পশু-পাখি প্রদর্শনী ষ্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির পশুপাখির ৪০ টি ষ্টল অংশগ্রহণ করেন। ষ্টল পরিদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রধান করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও অনুষ্ঠানের সদস্য সচিব ডা. মোহাম্মদ শরীফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রধান করেন কুলিয়ারচর পোল্ট্রি ব্যবসায়ী সমিতির সভাপতি লায়ন মোঃ আলী আকবর খান, উপজেলা ডেইরী ফার্ম এসোসিয়েশন এর সভাপতি শাহনবী ও খামারি ডলি বেগম প্রমুখ।
এ সময় কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান সৈয়দা খানম মুক্তা, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ আবদুল সাত্তার মাষ্টার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ, উপজেলার বিভিন্ন প্রাণীর খামারি বৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও সাধারন দর্শনাথী প্রমুখ।
অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.