|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে পুলিশ সুপারে কাছে খুনি রাহুলরে ফাঁসি দাবি করেন,নিহত রাসেলের -মা”
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
আমার ছেলে রাসলরে যেমনে মারছে, আমি খুনি রাহুলকে ঠিক ওই ভাবেই মারমু। স্যার রাহুলরে ফাঁসি আমার সামনে দিয়েন তাইলে আমার কলিজা ঠান্ডা হইবো[video width="640" height="352" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2023/02/VID-20230226-WA0010.mp4"][/video]।
পুলিশ সুপারকে কাছে পেয়ে এমন আকুতি করেন নিহত-রাসেলের মা” গত ২২ ফ্রেবুয়ারি রায়পুর ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া মিয়ার হাটের পার্শ্ববর্তী রাহুল ঘাটে আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুফের সংঘর্ষে রাসেল (১৪) নামে এক কিশোর নিহত হয়।
আজ শনিবার সকাল ১১টা সময় ঘটনাস্থল পরিদর্শনে করেন লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ এই সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন রাসেলের পরিবার।
ছেলের শোকে উম্মাদের অনর্গল কথা গুলো বলতে থাকে রাসেলের মা…..অন্যদিকে প্রায় মানসিক ভারসাম্য হারানোর মতো অবস্থা রাসেলের বাবার। একটি কথাই শুধু বলছে আমার রাসেলকে ছুরি মারছে।
এই ঘটনায় ছয় জনের নামে মামলায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।
ওই সময় আরো উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মিন্টু ফরায়জী. ইউপি সদস্য দিদার মোল্লা ও নজরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী বাবুল
রায়পুর থানার অতিরিক্ত পুলিশ সুপার শেখ সাদী, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া, প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.