|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মোহনপুর পর্যটন কেন্দ্রে পানিতে ডুবা সুসমিত সাহা’র লাশ তিন দিন পরে উদ্ধার
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
মোঃ আতাউর রহমান সরকার মতলব প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় তিন দিন পর মেঘনা নদীতে ভেসে উঠলো মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে এসে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সুস্মিত সাহার লাশ।
২৬ ফেব্রুয়ারি রোববার সকাল ৮টার দিকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে মোহনপুর নৌ পুলিশ। স্কুলছাত্র সুস্মিত সাহা ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর গ্রামের সুধাংশ সাহার ছেলে। তারা নারায়ণগঞ্জ বসবাস করতেন। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী নিয়ে এমভি প্রিন্স কামাল-১ নামে লঞ্চযোগে দুপুরে মোহনপুর পর্যটন কেন্দ্রে এসে পৌঁছে। দুপুর ১টায় সে অপর তিন সহপাঠীর সাথে মোহনপুর পর্যটন কেন্দ্র সংলগ্ন নদীতে গোসল করতে নামে। এসময় সে তলিয়ে যায়।
শাহরিয়া ইসতিহাক শামস (১৬) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিনই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নদীতে ডুব দিতে যাওয়া অপর শিক্ষার্থী সুস্মিত সাহা আর উদ্ধার করা সম্ভব হয়নি।
অত:পর তিন দিন পর আজ সকালে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, আজ সকালে নদীতে টহল দেওয়ার সময় লাশ ভাসতে দেখা যায়। পরে তা উদ্ধার করে পরিবারের সদস্যদের জানানো হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.