|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের মৃধাবাড়িতে শনিবার বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মৃধা ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃধা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
পায়েল মৃধা ও সোয়েবুর রহমান মৃধার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মৃধা ও স্বাগত বক্তব্য রাখেন হাসিব মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লৌহজং উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন। আরো বক্তব্য রাখেন মৃধা ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ ওমর ফারুক মৃধা।
অনুষ্ঠানে সারাদেশ থেকে মৃধা বংশের অনেক মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভার শুরুতে কোরান তিলাওয়াত ও ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাধারণ সভা ও আলোচনা সভা শেষে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।উক্ত ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা নিযুক্ত হন মোঃ ফাইজুদ্দিন মৃধা, উপদেষ্টা গণের নাম মনজুরুল আলমৃধা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মৃধা, আহমেদ কামাল মৃধা, সোহেল আহমেদ মৃধা, মৃধা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচিতি চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সিনিয়র ভাইস চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধা,ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফজালুর রহমান মৃধা, মহাসচিব হাফেজ মাওলানা ওমর ফারুক মৃধা, সাংগঠনিক সম্পাদক রাসেল মৃধা, দপ্তর সম্পাদক হাসিব মৃধা, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেবুর রহমান মৃধা সহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.