|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বগুড়ায় আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে হুঁশিয়ার করলো বিএনপি
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপি এবং এর অঙ্গ ও সহেযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সরকারি দল এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের প্রতি পাল্টা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আপনারা হুমকি-ধামকি দিবেন না। আপনাদের হুমকি-ধামকিতে মনে হচ্ছে আপনারা বগুড়ায় থাকবেন না। থাকারও ইচ্ছাও হয়তো আপনাদের নেই।’ শনিবার বিকেলে পূর্ব ঘোষিত পদযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে তিনি ওই মন্তব্য করেন।
শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন এবং বিএনপি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা। সমাবেশে নেতৃবৃন্দ বর্তমান সরকারকে ‘অবৈধ’ উল্লেখ করে বলেন, দেখুন পদযাত্রা কর্মসূচীতে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে বেড়িয়ে এসেছেন। এর মাধ্যমে আমরা আপনাদের কিছুটা খেলা দেখালাম। অল্প দিনের মধ্যে ফাইনাল খেলা দেখাব।
এর আগে বিকেল সোয়া ৪টায় শহরের উত্তর প্রান্তে আজিজুল হক কলেজের পুরাতন ভবন এবং দক্ষিণে লতিফপুর কলোনী এলাকা থেকে দলীয় কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু হয়। শহরের উত্তর দিকের পদযাত্রায় নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আর শহরের দক্ষিণে নেতৃত্বে দেন দলটির জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। পদযাত্রায় বিএনপি ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শত শত নেতা-কর্মী অংশ নেন।
পদযাত্রা শেষে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, খায়রুল বাশার এবং জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.