|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গাজীপুর ইউপি নির্বাচন কেন্দ্র করে নৌকার সমর্থনের উপর হামলা
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
হাইমচ উপজেলার গাজীপুর ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ এর চাচাতো ভাই সহ ৪-৫ জন নদীর পাড়ে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন মৃধার ছেলে ও কাটাখালী হামিদিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ছাত্র মিরাজ হোসেন(১৯)নামের এক মাদ্রাসার ছাত্রকে বেদক মারধর করে।মিরাজ হোসেন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।মিরাজ ও তার মা বলেন,গাজীপু ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচন করায় মিরাজের উপর এই হামলা চালায় তারা।
এ বিষয়ে গাজীপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বিষয়টি আমি অবগত হয়েছি,তাদের মধ্যে ব্যক্তিগত কোন দ্বন্দ্বের বসত কথা কাটাকাটি হয়েছে।আমি ইউপি চেয়ারম্যান হিসেবে মিরাজের পরিবারকে বলেছি বিষয়টি আমরা বসে সত্যতার ভিত্তিতে মীমাংসা করে দেব। মিরাজ ও তার পরিবারের দাবি শাহাদাত হোসেন সবুজের নির্দেশনায় তাহার চাচাতো ভাই রিয়াদ হোসেন পেদা, পিতা কালু পেদা,খালেক গাজী, আলমগীর গাজী এই হামলা চালায়।
মিরাজের উপরে হামলা চালায়।এর মূল কারণ গত ইউপি নির্বাচনে মিরাজ হোসেন ও তার পরিবার নৌকা মার্কার পক্ষে কাজ করেছেন।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন বলেন, আমরা এই ঘটনার বিষয়ে অবগত হয়েছি
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রকৃতি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই হামলা ঘটনায় হামলা কারীর কালু পেদার ছেলে রিয়াদ পেদা,
খালেক গাজী, আলমগীর গাজীর বিরুদ্ধে হাইমচর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.