|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর ধামইরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
নওগাঁর ধামইরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রেুয়ারি) সকাল ১০টায় প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প ও ধামইরহাট প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ধামইরহাট ফুটবল মাঠে প্রদর্শনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাবুবুর রহমান সাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ মো. ফরহাদ হোসেন।
উক্ত প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি নওগাঁ-২
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মেলার বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এমপি শহীদুজ্জামান সরকার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.