|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সানজিদা খাতুন নামে এক জনের মর্মান্তিক মৃত্যুঃ শিশুসহ আহ আহত-৫
প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া ও গুরুতর আহত হয়েছেন শিশুসহ আরো পাঁচজন।
স্থানীয় এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে,২৪ ফেব্রুয়ারি,শুক্রবার রাতে নজিপুর ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় চার্জার ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে সানজিদা খাতুন (২৬) নামের এক নারী স্পটেই নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরো পাঁচজন গুরুতর আহত হয়ে বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
নিহত সানজিদা খাতুন (২৬) পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের পাহাড়কাটা গ্রামের মোঃ রাসেল রানার স্ত্রী।
আহতরা হলো নিহত সানজিদার সন্তান সোহান( ৩), আমিনাবাদ গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে ভ্যান চালক মিজানুর রহমান ( ৪৫), পাহাড়কাটা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে শামীম রেজা (৩০), একই গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী শরিফা খাতুন (৪৫), মহাদেবপুর থানার খাজুর ইউনিয়েনের নাটুয়াপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আরিফুজ্জামান (১৫)।
পত্নীতলা ফায়ার স্টেশন ইনচার্জ ওয়্যার হাউজ ইনস্পেকটর রায়হান ইসলাম বলেন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ ভাবে উদ্ধার কাজ করা হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি, বাস আটক করা হয়েছে।
উজ্জ্বল কুমার সরকার ফোনঃ০১৭২৬-৩৭৬২৮২ তারিখ ২৪/২/২৩
নওগাঁ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.