|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সমন্বিত চাষপ্রকল্প , হাঁস ও মাছ একসাথেই আলোর মূখ দেখবে বাংলাদেশ দেশরত্ন।
প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
হাঁস খাদ্রখাবে আর যে খাদ্র গ্রহনে পূর্বে পড়েযাবে নীচের তা এবং হাঁসে বিষ্ঠা মাছের খাদ্র হবে। এদিকে খাদ্র অপচয় হবে না, অন্যদিকে হাসে বিষ্ঠার কারনে পানিও নষ্ট হবে না।
মাননীয় প্রধানমন্ত্রীর বহুমুখী প্রকল্পের জানান দেয় মমতাময়ী জননী কৃষিবিদ , চাষাবাদ বিশেষজ্ঞ , মৎস্যবিদ , শ্রমজীবি সহ সকল বিভাগের বিজ্ঞান (প্রযুক্তি) বৃত্তিক গভেষক ।
বিশ্ববিবেক খ্যাঁত ইউরোপ সহ উন্নত দেশের যাদের আমরা মানবতার পেরিওয়ালা বলি , সে সব মানবতার পেরিওয়ালারা ৬০% প্রযুক্তির উদ্ভাবন করছে মানব হত্যাকে মূললক্ষ ধরে আর বাকী ৪০% অর্থনেতিক মুক্তির জন্য আর কখনো কখনো অর্থনেতিক মুক্তির মূল চালিকা শক্তিগুলোর উপর ভর করে বিশ্বে তাদের নিয়ন্তন ও কর্তৃত্ব করতে ব্যবহার করে, দিয়ে থাকে সেংশন এর পর সেংশন , এই সেংশনের জাঁতাকলে পৃষ্ঠ হয় বিশ্বে সকল নিম্ন আয়ের মানব। সে বিবেচনায় বলা যায় বিশ্ব মোড়লদের প্রযুক্তি উদ্ভাবন মানবতা শক্তি নয় বরং মানবতাকে কারাবন্দি করার নীতি মালা হিসেবে পরিগণ্য । তাদের প্রযুক্তির উদ্ভাবনী শক্তির ১০০% মজলুমের উপর জালিমের শোষণ হাতিয়ার হিসেবে প্রয়োগ হয় । বিশ্বের উন্নয়ত দেশগুলোর নেত্রীবৃন্দ যেখানে উন্নত প্রযুক্তিকে ব্যবহার করছেন মানবতার নিষ্পেষণ , দমন , শোষণ ও মানুষে মানুষে পেশীশক্তির শ্রেষ্ঠত্ব প্রদর্শনে । আর বিশ্বে এক প্রান্তে অতি ক্ষুদ্রদেশের প্রধানের দায়িত্বে আসীন হয়ে , বিশ্ব মনবতার রাহবারের পরিচয় দেয়ে যাচ্ছেন একের পর এক । এইতো সেই দিন
যে দেশটিকে ওনার পূর্ববর্তী সময়ে ( সরকারের মেয়াদে ) তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়ে ছিল বিশ্ব দূর্নীতি ও অর্থনেতিক বিশ্লেষকরা। সে দেশ ও দেশে জনগন সহ বিশ্ব নেতৃবৃন্দকে মনবাতার কল্যানে প্রযুক্তির সুষ্ঠব্যবহারের উপদেশ এবং পথপ্রদর্শন করে যাচ্ছেন নিরবে নিভৃতে ।
বিশ্বের সে সব মানবতার ঠিকাদার গন নিজেদের চলারপথকে পরিবতর্ণ করে মানবতার মা, মমতাময়ী জননী , হাজার বছরের শ্রেষ্ঠ বাংঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু কন্যার নীতি ও আদর্শকে বিশ্বময় রুপ দিয়ে মানবতার প্রকৃত কল্যান করবে , এ আশা বিশ্বের জাতিন, ধর্ম , বর্ণ , গোত্র , আঞ্চলিকত্ব , নির্বিশেষে সবার সমস্বরে বোবা আর্তনাদ । বিশ্ব নেতৃবৃন্দ যেন তাদের অতীমাত্রার লালসায় ও নেত্রীত্ব ও কতৃত্বের মোহমুগ্ধ হয়ে বিশ্বকে ধ্বংসস্তূপে রুপান্তরিত করার আগেই মোহমুগ্ধতার নিরবিচ্ছিন্ন তন্দ্রা থেকে জাগ্রত হন ।
জ য় য় য় য় য় য় য় য় য় য়য় বাংলা
জ য় য় য় য় য় য় য় য় য় য়য় বঙ্গবন্ধু
জ য় য় য় য় য় য় য় য় য় য়য় বঙ্গকন্যা
জ য় য় য় য় য় য় য় য় য় য়য় দেশরত্ন
জ য় য় য় য় য় য় য় য় য় য়য় বিশ্বরত্ন
জ য় য় য় য় য় য় য়য় মমতাময়ী জননী
জ য় য় য় য় য় য় য় য় য় য় য়য় উচ্চ উৎপাদনী প্রযুক্তির গভেষক
জ য় য় য় য়য় বিশ্ব মানবতার রাহ্বারিনী
জ য় য় য় য় য় য় য় য়য় সোনারবাংলার জনকের , স্বপ্ন দত্তক প্রসূতির জয় ।
জ য় য়য় ৭১এর বিষফোড়ার রেড়িংসার্জন
জ য় য় য় য় য়য় বিশ্ববিখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ জনাব সজিব ওয়াজেদ জয় ভাইয়ের জয়
জ য় য় য় য় য় য়য় ব্রিটিশ কাউন্সিলরের গর্ভীত প্রসূতি শেখ রেহানা ছোট জননীর জয়।
জ য় য় য় য় য় য় য় য়য় বিশ্ব অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল আপার জয়
মডেরেটর,
বিশ্ববিখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ জয় ভাই সাপোর্টার্স গ্রুপ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.