|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লালমোহনে নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুরুনবী চৌধুরী মহা বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
এসময় তিনি বলেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরেই নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ তৈরি করবেন বলে ঘোষণা দিয়েছেন এবং তা তিনি বাস্তবায়ন করেছেন।
উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের ছেলেমেয়েরা যেন চলতে পারে তার লক্ষ্যে তিনি এখন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রধানমন্ত্রী সবসময় সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। গ্রাম হবে শহর এর ধারাবাহিকতায় সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং কলেজের বাংলা বিভাগের প্রভাষক কবি শাহাবউদ্দিন রিপন শানের সঞ্চালনায় ,, গেস্ট অপ অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি আখতারুজ্জামান, ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ , জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন, লালমোহন সার্কেল অফিসার জহিরুল ইসলাম হাওলাদার, থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, বদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদ মেলকারসহ লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.