|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে ৭ দফা দাবীতে মশাল মিছিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
সংখ্যালগু সুরক্ষা আইনসহ ৭ দফা দাবী আদায় লক্ষ্যে লক্ষ্মীপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে লক্ষ্মীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উদ্দ্যোগে আজ ( শুক্রবার) সন্ধ্যায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি টাউন হল প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা শহর প্রদক্ষিন শেষে শ্যামসুন্দর জিউড় আখড়ায় শেষ হয়। এই সময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জহর লাল ভৌমিক, শংকর মজুমদার, এডভোকেট মিলন মন্ডল, স্বপন দেবনাথ, স্বপন নাথ, স্বপন মজুমদার, রাজ বিজয় চক্রবর্তী প্রমুখ। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রুতির ৭ দফা বাস্তবায়ন না হওয়া পর্যম্ত আন্দোলন চলবে। ৭ দফা দাবীর মধ্যে রয়েছে, সংখ্যালগু সুরক্ষা আইন, সংখ্যালগু কমিশন, বৈষম্য আইন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, সংখ্যালগু মন্ত্রনালয়, দ্বেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.