|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পুবাইলে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক উদ্ধার, আটক ২
প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
গাজীপুর মহানগরীর পূবাইলে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে মজুদ রেখে কালোবাজারের মাধ্যমে চোরাচালানের চেষ্টা করার অপরাধে ০২ জনকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে পূবাইল থানাধীন সাতপোয়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ০১ টি লাল রংয়ের প্লাস্টিকের বালতিতে ঢাকনা দিয়ে আটকানো
ধূসর ছাপযুক্ত ০৭ ইঞ্চি ২১ গ্রাম ওজনের ১ টি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী “তক্ষক” উদ্ধার করা হয়। এছাড়াও তাদের ব্যবহৃত ১টি ITEL L-6502 মডেলের স্মার্ট মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১. মোঃ এজাজুল (৩২)। ২. মোঃ জহিরুল ইসলাম জহির (৪০)। তারা উভয়ই গাইবান্ধা জেলার রামচন্দ্রপুর গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে পূবাইল থানাধীন হারবাইদ, আঠাইয়াবাড়ী এলাকায় বসবাসকারী।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪(খ) তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা ২৫-B, ২৫-D মামলায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নং-১০/৩০।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.