|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নারায়ণগঞ্জে এক চাঁদাবাজী আটক
প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় অটোরিক্সা থেকে চাঁদা আদায়ের অভিযোগে মোঃ রাজু (৩৫) নামের এক চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।
গতকাল (২৪ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ফতুল্লা মডেল থানার পঞ্চবটী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গ্রেপ্তারকৃত দীর্ঘদিন ধরে পঞ্চবটী রোড এলাকায় প্রতিটি অটোরিক্সা থেকে ৩০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলো।গত বৃহস্পতিবার দুপুর দুইটার সময় এবং বিকেল চারটার সময় রানা তার অটোরিক্সা নিয়ে পঞ্চবটী বাসস্ট্যান্ড এলাকায় গেলে অটোরিক্সা চাঁদা বাবদ জোড় করে একশত করে মোট দুইশত টাকা নিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যা অনুমান ৬ টার সময় পঞ্চবটি বাসস্ট্যান্ড এলাকায় পুনরায় টিপ মারার জন্য গেলে অভিযুক্ত আসামিরা রানার নিকট থেকে ১ শত টাকা দাবী করে। রানা টাকা প্রদানে অস্বীকার করলে অভিযুক্তরা তাকে মারধর করে সাথে থাকা ৯ শত ৭০ টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানার আলীগঞ্জের ফারুক বেপারীর পুত্র মোঃ রানা (২৬) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় চাঁদাবাজী মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রেজাউল করিম জানায়, মামলা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামী রাজু কে শুক্রবার ভোর সকালে পঞ্চবটী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.