|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে আগুন লেগে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
ময়মনসিংহের নান্দাইলে মধ্যে রাতে আগুন লেগে চার ব্যবসায়ীর প্রায় ২৫ লাখ ক্ষয়ক্ষতি ঘটনা ঘটেছে। উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর দওপুর পুর্ব বাজারে গত রাত সারে বারোটার দিকে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ঔষধ ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান,আমি রাত এগারোটায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। হঠাৎ বাজার থেকে একাধিক ব্যাক্তি ফোন করে আগুন লাগার খবর দেয়। দ্রুত বাজারে এসে দেখতে পাই আমার ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। পরে জানতে পারলাম আমার পাশের পেঁয়াজ রসূন ব্যবসায়ী শাহাবুদ্দিনের দোকান থেকে আগুনের সূত্রপাত। প্রথমে কর্তব্যরত পাহারাদার আগুন লাগার বিষয়টি টের পায়, তাদের ডাক চিৎকারে বাজারে অবস্থান করা কিছু মানুষজন এগিয়ে আসে। খবর দেয় নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনে।
আগুনে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মোঃ শাহাবুদ্দিনের পেঁয়াজ রসূনের দোকান, মোঃ জহিরুল কবির শ্যামলর ঔষধের দোকান, আব্দুর রব রিপনের ধানের দোকান, মোঃ ওয়াহিদ মিয়ার মুদির দোকান । ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান এই আগুনে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের।
ভারপ্রাপ্ত নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, পানি সল্পতায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে। খুব সম্ভবত বিদ্যুৎতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.