|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নজিপুর ত্রায়ক তরুণ সংঘের ৪২৯তম রক্তদান
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
নুর সাইদ ইসলাম,ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
"তুচ্ছ নয় রক্ত দান বাঁচতে পারে একটি প্রাণ,যদি থাকে মানবতা হয়ে যাও-রক্তদাতা,রক্ত দিলে হয় না ক্ষতি,
জাগ্রত করে মানবিক অনুভূতি" প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পত্নীতলার নজিপুর ত্রায়ক তরুণ সংঘের ৪২৯তম রক্তদানে ত্রায়ক তরুণ সংঘের পাশে প্রধান উপদেষ্টা আলহাজ্ব শহিদুজ্জামান সরকার এমপি।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১.৩০ এ পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবী সংগঠন নজিপুর ত্রায়ক তরুণ সংঘের ৪২৮ ও ৪২৯ তম অন্যতম সদস্য মো. তমাল এর রক্তদানের সময় ত্রায়ক তরুণ সংঘের পাশে ছুটে আসেন মানবপ্রেমী ধামইরহাট ও পত্নীতলা মাটিও মানুষের অহংকার,জননেতা আলহাজ্ব শহিদুজ্জামান সরকার (বাবলু) এমপি নওগাঁ-২
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান উপজেলা পরিষদ
মো.আব্দুল গাফফার চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার মোসা:রুমানা আফরোজ
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএস খালিদ সাইফুল্লাহ,ভাইস চেয়ারম্যান পত্নীতলা উপজেলা পরিষদ মো.আব্দুল রাহাদ (রাহাত),নজিপুর ত্রায়ক তরুণ সংঘের সভাপতি মো.রাকিব হোসেন (খাঁন রাকিব),সহ সভাপতি মো.মেহেদী হাসান,সহ সভাপতি মো.ওয়াদুদ জাহিন,সাধারণ সম্পাদক মো.নাহিদ হাসান ও কোষাদক্ষ মো.সাব্বির রহমানসহ নজিপুর ত্রায়ক তরুণ সংঘের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
২৩ ফেব্রুয়ারি ২৩.
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.