|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গজারিয়ায় শিল্প কারখানার ভিতরে গাড়ি চাপায় নিহত
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা নতুন চরচাষি এলাকায় অবস্থিত উৎপাদনশীল শিল্প কারখানার ভিতরে দুই গাড়ির চাপায় এক গাড়ি শ্রমিক নিহত ঘটনাটি মানবতা দেখাতে গিয়ে উভয়পক্ষ মীমাংসিত হওয়ার খবর পাওয়া গেছে ।
বুধবার ২২ ফেব্রুয়ারি বিকাল ৫ টা ৩০ ঘটিকার সময় কাজী ফার্ম শিল্প কারখানার প্রবেশ গেটের ভিতরে একটি ট্রাকের শ্রমিককে অপর ট্রাক ড্রাইভার চাপা দিলে এই ঘটনা ঘটে ।
নিহত গাড়ি শ্রমিকের নাম রিপন দফাদার (২৫), । সে ভোলা জেলা বোরহানউদ্দিন থানা ফুলকাচিয়া গ্রামের সেলিম দফাদারের ছেলে । ঘটনাস্থল প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক সংবাদ কর্মীদের জানান নিহত রিপন দফাদার তার নিজ গাড়ির ডালা উঠানোর চেষ্টা করছে। একই সময়ে অপর ট্রাক ড্রাইভার পারভেজ পিছন দিক থেকে চাপা দিলে রিপন ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে জ্ঞান হারায় ।
কাজী ফার্ম শিল্প কারখানার লোকজন আহত রিপন দফাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ।তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । কাজী ফার্ম শিল্প কারখানার প্রবেশ গেইটে ঘটনা সম্পর্কে তথ্য জানার অনুমতি চাওয়া হলে, নিরাপত্তা কর্মীদের মাধ্যমে জানানো হয় প্রশাসনিক কর্মকর্তা স্যার অফিসে নেই । আপনারা পরে যোগাযোগ করবেন । গজারিয়া থানা প্রাঙ্গনে এসে দেখা যায় নিহত শ্রমিকের স্বজন ও ঘাতক ট্রাক ড্রাইভার পারভেজ এর বাবা সহ আত্মীয়-স্বজন মিশে দুই পক্ষ আপষ করার চেষ্টা করছে । ঘাতক পারভেজ ড্রাইভার এর বাবা জানান মানবতার বিষয় বিবেচনা করে টাকার বিনিময়ে আপস মীমাংসা করা হয়েছে । তিনি আরও জানান আমার একটিমাত্র ছেলে নিহত পরিবারের পক্ষ থেকে মানবতা বিবেচনা করে টাকা দিয়ে মীমাংসা করা হচ্ছে । গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান নিহতের অভিভাবক মামলা করতে রাজি নেই । নিহতের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের নিকট হস্তান্তর করব । ড্রাইভার পারভেজ এর প্রয়োজনীয় কাগজপত্র দেখে হাইওয়ে থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হবে ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.