|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে মৌ আক্তার (১১) নামের এক বাক প্রতিবন্ধী কিশোরী মৃত্যুবরণ করেছে।
গত (২১ ফেব্রুয়ারী) মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ফতুল্লার শিবু মার্কেট ব্যাংকের মোড়স্থ জুয়েলের ভাড়াটিয়া বাড়ীর গ্যাসের চুলার আগুনে কিশোরী দগ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত তিনটার সময় কিশোরী মৃত্যুবরন করেন। নিহত মৌ আক্তার ফতুল্লা মডেল থানার শিবু মার্কেট ব্যাংকের মোড়স্থ জুয়েলের বাড়ীর ভাড়াটিয়া মোঃ রশীদ মন্ডলের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় মা-বাবার অনুপস্থিতিতে নিহত বাক প্রতিবন্ধী কিশোরী রান্না ঘরে গ্যাসের চুলা ধরাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীনবস্থায় রাত তিনটার দিকে কিশোরী ইন্তেকাল করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.