|| ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নবীগঞ্জে দুই শিক্ষকের রুহের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৩
নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল হক ও এ বি এম মনসুর আলম স্যারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে ওয়াজ ও দুরুদ শরিফ পাঠ করা হয়। জুহরের নামাজ শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আল্লামা ফখরুদ্দিন চৌধুরী ফুলতলি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি হাজী সুহুল আমিন, দাতা সদস্য আব্দুল জব্বার, হাফিজুর রহমান সেকেল, গর্ভনিং বডির শিক্ষানুরাগী আব্দুর রকিব, সাবেক মেম্বার আব্দুর রুপ, মুরুব্বি কাচা মিয়া, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সহকারী প্রধান শিক্ষিকা আফরুজা বেগম, সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, সহকারী অধ্যাপক ফজলুল হক, সহকারী অধ্যাপক শাহীন আক্তার, জেষ্ট প্রভাষক ইংরেজি ফাতেমা মুতালেব তালুকদার, ইসলাম শিক্ষার প্রভাষক জিয়াউর রহমান মীর, সৈয়দ ছালেহ আহমদ ফয়ছল, সাংবাদিক বুলবুল আহমেদ, হাফেজ সিতার মিয়া, আউশকান্দি হীরাগঞ্জ বাজার মসজিদের ঈমাম আব্দুল হাদি জালালি, ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বদরুজ্জামান চানু, স্কুল মসজিদের মোয়াজ্জেম রহমত আলী জালালী, বাজার ব্যবসায়ী আবুল কাসেম, আজির উদ্দিন সহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।
মরহুম আব্দুল হক ও এ বি এম মনসুর আলম স্যারের রুহের আত্মার মাগফিরাত ও শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দুরুদ শরিফ পাঠ করে বিশেষ মোনাজাত করেন, আল্লামা ফখরুদ্দিন চৌধুরী ফুলতলি। মোনাজাত শেষে শিরনী বিতরন করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.