|| ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু!!বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৩
মিরু হাসান, বাপ্পি বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
বগুড়ার শেরপুরে মাটি বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মায়া খাতুন (৫) নামের এক শিশুর নিহত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া পুর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মায়া খাতুন বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া পুর্বপাড়া এলাকার মেরাজুল ইসলামের মেয়ে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে মায়া রাস্তার পাশে খেলছিল। এ সময় তাঁর নানী পাশের স্থানীয় এক দোকানে গেলে তাকে দেখে মায়া দোকানের দিকে যায়। এমতাবস্থায় মাটি বোঝাই ট্রাকটি মায়াকে চাপা দিলে সেখানেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর থানার এসআই মিথুন জানান, ‘ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.