মোঃ নুর সাইদ ইসলাম ধামইরহাট নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচী পালন করেন।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সোমবার দিবাগত রাত ১২.০১ মিনিটে উপজেলা শহীদ মিনার চত্বরে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।২১ ফেব্রুয়ারী ২০২৩ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি দেলদার হোসেন ও সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম। এ সময় জাতীয় সংসদের আইন বিচার ও সংসদদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি ও নওগাঁ ২ আসনের সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট মো. শহীদুজ্জামান সরকার এমপি, উপজেলা চেয়ারম্যান ও সহ-সভাপতি মো. আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানাসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, বাংলাদেশ পুলিশ ধামইরহাট থানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন,সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আজাহার আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, পৌর মেয়র আমিনুর রহমান,বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামন হোসেন, উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার,উপজেলা কৃষি অফিসার কৃসিবিদ তৌফিক আল জুবায়ের।চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজীসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা।