নুর সাইদ ইসলাম ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।নওগাঁর ধামইরহাটে ২১ ফেব্রুয়ারি ২০২৩ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সোমবার দিবাগত রাত ১২.০১ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি পুষ্পস্তবক অর্পণ করেন ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ।জান দিয়েছি দেয়নি তবু বাংলা ভাষার মান, নির্ভয়ে তাই গাইতে পারি এমন গান। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানোর একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পাড়ি।মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। আজ ২১শে ফেব্রুয়ারী ২০২৩ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এইদিনে বাংলার দামাল ছেলেরা রক্তচোষা পাকিস্তানী স্বৈর শাসকদের বাঁধা উপেক্ষা করে মাতৃভাষার অধিকার আদায়ের জন্য নির্ভয়ে জীবন উৎসর্গ করেছে। আমি সেই সকল ভাষা সৈনিকদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ এর আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।দিবসটি উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচী পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ,ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ শাখা সভাপতি সৌরভ বাবু, সহ-সভাপতি আবু যায়েদ রাশেদ, সহ-সভাপতি রাজু ইসলাম, সাধারণ সম্পাদক সুমন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান ইমনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।ধামইরহাট উপজেলা শহীদ মিনার চত্বরে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।