|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার নেছার আহমেদ এর শপথ গ্রহন
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৩
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার নেছার আহমেদ তালুকদার ইউপি সদস্য হিসেবে শপথ গ্রহন করেন।
সোমবার ২০ ফেব্রুয়ারী দুপুরে শপথ গ্রহন করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
বিগত ২০২১ সালের ২৯ নভেম্বর এই ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাবেক মেম্বার আহসান তালুকদার ও নেছার আহমেদ তালুকদার মনোনয়ন দাখিল করেন।
সাবেক মেম্বার আহসান তালুকদার ঋণ খেলাপি হওয়ায় ২০২১ সালের ২১ নভেম্বর মনোনয়ন পত্র বাতিল করেন তৎকালীন রিটার্নং কর্মকর্তা প্রকৌশলী রাশেদুর রহমান। আহসান মেম্বার রায়ের বিরুদ্ধে আপিল করলে ২৫ নভেম্বর শুনানিতে নামঞ্জুর করেন। ২৭ নভেম্বর প্রতিক বরাদ্দের দিনে ৫ নং ওয়ার্ডে নেছার আহমেদ তালুকদার একক প্রার্থী থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা প্রকৌশলী রাশেদুর রহমান। দির্ঘদিন মামলাটি বিচারাধীন থাকার পর হাইকোর্ট থেকে গত ২০২২ সালের ২২ নভেম্বর রিটার্নং কর্মকর্তার ঘোষণা বহাল রেখে রায় প্রকাশ করেন। গত ফেব্রুয়ারী মাসের ৬ তারিখে নেছার আহমেদ তালুকদার কে ইউপি সদস্য করে গেজেট প্রকাশ করা হয়।
শপথ গ্রহন অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্লাহ পাটওয়ারী, ইউপি সচিব তাসলিমা বেগম, সদস্য কাদির গাজী, দিপু মিজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় ইউপি সদস্য নেছার আহমেদ তালুকদার বলেন ষড়যন্ত্রকারীদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে তা না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দুনিয়াতে বাঁচতে গেলে শত্রু থাকবেই মানবিক কারণে এদেরকে ক্ষমা করে দিতে হয়। যারা আমাকে হয়রানি করেছেন তাদেরকে হেদায়েত করুক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.