|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৩
রোগমুক্ত ও সুস্থ আগামী প্রজন্ম গড়তে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে দিনব্যাপী জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা।
এ সময় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) সহ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর সকল ইপিআই টিকা কেন্দ্রে - ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুদের একটি করে নীল ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অন্ধত্ব প্রতিরোধ ছাড়াও শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়। শিশু মৃত্যু হার ২৪ শতাংশ হ্রাস করে। হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমে আসে।একই সাথে পুষ্টি বিষয়ক বিভিন্ন পরামর্শ যেমন, জন্মের পরপরই শিশুকে শাল দুধ খাওয়াতে হবে, ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, ৬ মাস বয়স থেকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য সুষম পুষ্টিকর খাবার বাচ্চাকে দিতে হবে। এর পাশাপাশি বাচ্চার মা-কেও পুষ্টিকর খাবার নিয়মিত গ্রহণের গুরুত্ব বিষয়ে পরামর্শ দেয়া হয়।
তিনি আরও বলেন, এ কর্মসূচি থেকে যাতে একটি শিশু যেন বাদ না পড়ে, সেই জন্য সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে সহ সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্র খোলা থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.