|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় অবৈধ ইটভাটায় ধ্বংস হচ্ছে পরিবেশ
প্রকাশের তারিখঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
নওগাঁর মান্দা উপজেলা এস এবি ব্রিকস নামে অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় মারাত্মক ভাবে নষ্ট হচ্ছে পরিবেশ। কাঠ খড়ি ও বাঁশের গোড়া পোড়ানোর কারনে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মান্দা কসব ইউনিয়ন অবস্থিত এস এবি ব্রিকস নামে ইটভাটাটি চলছে অবৈধভাবে। কয়লা পুড়িয়ে ইট বানানোর কথা থাকলেও এই ভাটায় পোড়ানো হচ্ছে বিশালাকার গাছ ও বাঁশের গোড়া। যাতে করে কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। শুধু তাই নয়, আবাদি জমির মাটি দিয়ে ইট বানো হচ্ছে বলে জানান একটি মহল। এছাড়াও গাছ পোড়ানোর কারনে খড়ির যোগাড় দিতে গিয়ে উজাড় হচ্ছে বিভিন্ন ফলদ ও বনজ গাছের বাগান।
এ বিষয়ে এস এবি ব্রিকসের মালিকের সাথে কথা হলে তিনি বলেন" কয়লার দাম অতিরিক্ত হওয়ার ফলে আমরা কয়লা কিনতে পারছি না। যার ফলে খড়ি পুড়িয়ে ইট বানাচ্ছি।"
মান্দা উপজেলা নির্বাহী অফিসার বলেন" তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।"অনতিবিলম্বে এই অবৈধ ইটভাটা বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হোক এমনটাই দাবী এলাকার সচেতন মহলের।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.