|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
লালমোহনে যুগান্তর-মানবজমিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন,,বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
মোঃ মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে দৈনিক যুগান্তরের দুই যুগ পূর্তি ও দৈনিক মানবজমিনের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দেশের প্রথম শ্রেণির পত্রিকা দুইটির বর্ষপূতি পালন করা হয়।
লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
যুগান্তর প্রতিনিধি মো. জসিম জনি ও মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টুর আয়োজনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেনসহ লালমোহনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.