|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলবব ৪ ইটভাটা মালিকদের ২ লক্ষ টাকা জরিমানা-DBO-News
প্রকাশের তারিখঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
মতলব দক্ষিণ উপজেলার ৪ ইটভাটা মালিকদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর এর যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ধনাগোদা নদীর তীরে অবস্থিত ইট ভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে এবং এদের পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র নেই। আর এই কারণেই উপজেলার মেসাস মতলব স্ট্যান্ডার্ড ব্রিকস, মেসার্স শাহপরান ব্রিক্স, সিএসবি এবং কেএসবি নামের ৪ ইট ভাটার মালিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলার সহকারী পরিচালক মোঃ হান্নান, নমুনা সংগ্রহকারী সাদ্দাম হোসেন এবং মতলব দক্ষিণ থানার এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
ক্যাপশন: মতলব দক্ষিণ উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হান্নান ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.