|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে ৬ জুয়াড়ীর কারাদন্ড
প্রকাশের তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
নয়ন হাসান বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে জুয়ার আসরে অভিযান পরিচালনা করে ৬ জন জুয়াড়ীকে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
আজ বুধবার দুপুর ২ টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামীরা হলেন, ১। মোঃ আশরাফ আলী (৬৫) পিতা-মৃত আফতাব উদ্দিন, গ্রাম-শান্তিনগর এর ১ মাস,২। মোঃ মজির উদ্দিন (৬২) পিতা- মৃত আঃ আলিম, গ্রাম- বিরামপুর এর ১ মাস, ৩। শ্রী. মহাদেব (৫০) পিতা-শ্রী. গণেশ, সাং-চরকাই এর ৭ দিন, ৪। মো. নুরুজ্জামান (৪৫) পিতা-মৃত. ইব্রাহীম, গ্রাম-চকপাড়া (কল্যাণপুর) এর ২০দিন, ৫। মোঃ মানিক মিয়া (৪৫), পিতা- মৃত. আঃ রহমান, গ্রাম-বামনাহার এর ৩ দিন এবং ৬। মোঃ মোস্তাফিজুর (৫৩), পিতা-মৃত. আবিছর রহমান, গ্রাম-চকপাড়া এর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড। সর্বথানা- বিরামপুর, জেলা-দিনাজপুর।
বিরামপুর থানার উপ-পরিদর্শক মো. তুহিন বাবু জানান, বুধবার দুপুরে পৌর শহরের চকপাড়া এলাকায় জুয়া খেলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এবং থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্তের দিক-নিদের্শনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌর শহরের চকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার ১ বান্ডিল Don Playing Cards, জুয়া খেলার নগদ ২ হাজার ৫ টাকাসহ ৬ জুয়াড়ীকে আটক করে পুলিশ। পরে পুলিশ আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ্দ করলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার প্রত্যেক জুয়াড়ীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত বলেন, দন্ডিত আসামীদের বুধবার বিকেলে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সুনির্দিষ্ট তথ্য দিন, সেবা নিন। অভিযান চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, বুধবার দুপুরে পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুঁজে পেলে মোবাইল কোর্ট পরিচালনা করে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.