|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে আফ্রিকান মাছ জব্দ, ব্যবসায়ীর জরিমানা
প্রকাশের তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
নয়ন হাসান বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুর হাটে থেকে ৮০ কেজি বিদেশী আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর হাটে মাছ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই মাছ জব্দ করেন এবং ব্যবসায়ীর তিন হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, মাছ বিক্রেতা বিরামপুর উপজেলার সারাঙ্গপুর গ্রামের আব্দুল মালেক হোসেনের ছেলে মনোয়ার হোসেন। তিনি জয়পুরহাট জেলা থেকে ছোট পিকআপ করে ৮০কেজি আফ্রিকান বিদেশী মাগুর মাছ ১০০ টাকা কেজি দরে ৮ হাজার টাকা মুল্যে মাছ গুলো ক্রয় করে বিরামপুর হাটে আনেন।
পরে জব্দকৃত মাছগুলো উপজেলার ১৫টি এতিম খানায় ৪ থেকে ৫টি করে মাছ এতিমখানার শিশু শিক্ষার্থীদের মাঝে খাবারের জন্য বিতরণ করা হয়েছে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা কাওছার আলী জানান। তিনি আরও বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী আফ্রিকান জাতীয় বিদেশী মাগুর ও পিরহানা রাঙ্খসী জাতীয় মাছ বাজারে বিক্রি করা নিষিদ্ধ। কেউ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, গোপন সংবাদ ভিত্তিতে বিরামপুর হাটের মাছ বাজারে এসে ৮০ কেজি আফ্রিকান জাতীয় মাগুর মাছ আটক করা হয়। পরে মাছ ব্যবসায়ী মনোয়ার হোসেনের তিন হাজার টাকা জরিমানা করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.