|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ‘ধর্ষণ’ ও ৫ লাখ টাকা দাবি, বগুড়ায় যুবক গ্রেপ্তার!,বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
মিরু হাসান বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ায় র্যাবের অভিযানে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার মূল আসামী শহিদ মন্ডলকে (৩২) গ্রেফতার করা হয়েছে। তিনি সারিয়াকান্দি উপজেলার মৃত আশরাফ মন্ডলের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সারিয়াকান্দি উপজেলায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণ করে তা সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের হয়।র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিমের সাথে আসামী শহিদ মন্ডলের ইমুতে কথা বলার মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। সেই সুবাদে সুযোগবুঝে শহিদ ভিডিও কলের মাধ্যমে ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। একসময় ভিকটিমকে ব্ল্যাকমেইল শুরু করে শহিদ। হোটেলে নিয়ে গিয়ে তাকে জোরপূর্ববক ধর্ষণ ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে সে আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ি দেওয়ার হুমকী দিয়ে ভিকটিমের কাছে ৫ লাখ টাকা দাবি করে। তখন নিরুপায় হয়ে ভিকটি গাইবান্ধা সদর থানায় মঙ্গলবার শহিদের বিরুদ্ধে মামলা করে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, 'বগুড়া র্যাবের ক্যাম্পে ওই অভিযোগ পাওয়ার পর তাদের টিম আসামী শহিদকে গ্রেপ্তারের জন্য অভিযানে নামে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সারিয়াকান্দি নিজ এলাকা থেকে আসামী শহিদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাবের এই কর্মকর্তা আরো বলেন, আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গাইবান্ধা জেলার সদর থানায় তাকে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.