|| ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
শিবগঞ্জে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
মোঃমিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আমাদের নতুন প্রজন্ম আগামী দিনের হাল ধরবে, এজন্যে তাদেরকে যথাযথভাবে গড়ে তুলতে হবে। বিশেষ করে তাদেরকে এদেশের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য সংস্কৃতির সাথে পরিচিত করে শিকড়ের সাথে তাদের বন্ধনকে দৃঢ় করতে হবে। তাদেরও স্বপ্ন আছে, কিন্তু চিন্তায়-ভাবনায় পূর্বসূরীদের সাথে একটু দূরত্ব থাকবে, এই দূরত্ব কমিয়ে আনতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে শিবগঞ্জ লেখক পরিষদের উদ্যোগে আয়োজিত ‘বিজয়ের কবিতা’ শীর্ষক কবিতা পাঠের আসরে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো শাহনেওয়াজ গামা, জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ শামসুল ইসলাম টুকু, শিবগঞ্জ উপজেলা লেখক পরিষদের সাংগঠনের সম্পাদক মোসা আফরোজা নাসরিন,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.